ট্রেন দুর্ঘটনায় নিহত ৫৭ জনের পরিবারের কাছে কাছে ক্ষমা চেয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসাবে আমি সবার কাছেই দায়বদ্ধ, তবে বিশেষ করে যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের স্বজনদের কাছে আমি ক্ষমা চাইছি।’
গত ২৮ ফেব্রুয়ারি গ্রিসের লারিসা শহরের কাছাকাছি একটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনটি এথেন্স থেকে যাচ্ছিল উত্তরের থেসালোনিকি শহরে; আর কার্গো ট্রেনটি উল্টো পথে থেসালোনিকি থেকে যাচ্ছিল লারিসা।
সেই সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনটির প্রথম চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এরমধ্যে প্রথম দুইটি বগিতে আগুন ধরে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।