কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের কদমতলা নামক এলাকায় দুঘটনাকবলিত সিলেটগামী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলবিভাগ। তদন্ত দল দুপুরে উদ্ধার কাজ পরির্দশন ও সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করেছেন, উদ্ধারকাজ চলছে।
অপর দিকে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকেটে টাকা ফেরত পাবেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ জানিয়েছেন। জানা যায়, লাউয়াছড়ায় ট্রেন দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরেজমিনে পরিদর্শনে পাঠিয়েছে রেলওয়ে বিভাগ। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহবায়ক করে গঠিত এ কমিটিতে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ২) ও বিভাগীয় প্রকৌশলীকে (সংকেত ও টেলিযোগাযোগ) সদস্য করা হয়েছে। আজ দুপুর ১২টায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে, আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর ঝড়ে ট্রেন লাইনের ওপর গাছ উপরে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় তিনটি বগি।