ট্রেন দুর্ঘটনাকে ‘অকল্পনীয় শোকাবহ’ ঘটনা বললেন গ্রিসের প্রেসিডেন্ট

0

গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮৫ জন। এই ঘটনাকে ‘অকল্পনীয় ট্রাজেডি’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেলারোপলু।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুসারে, এক বিবৃতিতে গ্রিসের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা অকল্পনীয় শোকাবহ ঘটনার মুখোমুখি হয়েছি। তরুণদের জন্য খুব কষ্ট হচ্ছে। উল্লেখ্য, ট্রেনে থাকা তিন শতাধিক যাত্রীর মধ্যে অধিকাংশ ছিলেন শিক্ষার্থী। তারা ছুটিতে বাড়ি ফিরছিলেন।

গ্রিসের প্রেসিডেন্ট অফিশিয়াল সফরে মলদোভায় ছিলেন। সফর সংক্ষিপ্ত করে ঘটনাস্থলে আসার কথা রয়েছে তার। মঙ্গলবার গভীর রাতে গ্রিসের লারিসা শহরের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে প্রায় ২৫০ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। 

স্থানীয় এক গভর্নর জানান, যাত্রীবাহী ট্রেনটি দেশটির রাজধানী এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকি যাচ্ছিল। আর মালবাহী ট্রেনটি থেসালোনিকি থেকে লারিসা যাচ্ছিল। লারিসা শহরের কাছে ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here