বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টায় উপজলার সান্তাহার জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফরম এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৭টায় সান্তাহার থেকে বোনারপাড়াগামী কলেজ ট্রেন ছেড়ে যাওয়ার জন্য ৪ নম্বর প্লাটফরমে দাঁড়িয়ে ছিলো। এসময় ওই নারী ট্রেনের বগির নিচ দিয়ে পার হওয়ার সময় ট্রেনটি ছেড়ে দেয়। এতে ওই নারী কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।