দেশট্রেনে ভয়াবহ আগুন; ঢাকা-মাওয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধBy AmarNews.com.bd - January 5, 20240FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ঢাকা-মাওয়া রেলপথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-বিমানবন্দর রেলপথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল চালু আছে। এরআগে শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনে ভয়াবহ আগুন লাগে।