ট্রেনে ফেনসিডিল বহনের সময় চার নারী মাদক কারবারি আটক

0

জয়পুরহাটে ট্রেনে ফেনসিডিল বহনের সময় চার নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। 

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেল স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মৃত হানিফের মেয়ে আনোয়ারা বেগম (৪৪), মনসুর আলীর মেয়ে মনোয়ারা বেগম (৩৬) ও মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) এবং মৌপুকুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ইতি বেগম (২৭)।  

মেজর মো. শেখ সাদিক জানান, আটককৃত চার নারী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে বিক্রি করে আসছিলেন। সোমবার রাতে তারা চিলাহাটি হতে ঢাকাগামী নীলসাগর আন্তঃনগর ট্রেনে বিশেষ বডি ফিটিংয়ে মাধ্যমে মাদকদ্রব্য ফেনসিডিল বহন করে ঢাকা যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে দেহ তল্লাশি করে ১৩৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here