সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজের ওপর ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে দর্শনা থেকে সিরাজগঞ্জগামী ডিএসবি-৩ মালবাহী ট্রেনের নীচে কাটা পড়ে যুবকটি মারা যায়। একদিন পেরিয়ে গেলেও যুবকটির পরিচয় পাওয়া যায়নি।
জিআরপি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, যুবকটির বয়স আনুমানিক ৩৫ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারী, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে ও মাথার চুল কালো ৩ ইঞ্চি হবে। মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যুবকটির পরিচয়ের জন্য বিভিন্ন থানায় যোগাযোগ করা হচ্ছে। যুবকটির পরিচয় জানলে দ্রুত সিরাজগঞ্জ জিআরপি থানায় যোগাযোগের জন্য অনুরোধও করেছেন এই কর্মকর্তা।