ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ

0

সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজের ওপর ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে দর্শনা থেকে সিরাজগঞ্জগামী ডিএসবি-৩ মালবাহী ট্রেনের নীচে কাটা পড়ে যুবকটি মারা যায়। একদিন পেরিয়ে গেলেও যুবকটির পরিচয় পাওয়া যায়নি।  

জিআরপি থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, যুবকটির বয়স আনুমানিক ৩৫ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, স্বাস্থ্য মাঝারী, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল-লম্বাটে ও মাথার চুল কালো ৩ ইঞ্চি হবে। মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যুবকটির পরিচয়ের জন্য বিভিন্ন থানায় যোগাযোগ করা হচ্ছে। যুবকটির পরিচয় জানলে দ্রুত সিরাজগঞ্জ জিআরপি থানায় যোগাযোগের জন্য অনুরোধও করেছেন এই কর্মকর্তা। 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here