ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

0

নাটোরে ট্রেন কেটে পড়া সম্পা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে বারটায় রেল স্টেশনের উত্তরে কালিকাপুর আমাহাটি এলাকায় বায়না কোলার ২৩২ নাম্বার ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু নওগাঁ জেলা সদরের কাুমাইগাড়ী গ্রামের রেজাউল করিমের স্ত্রী।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার দুপুর সাড়ে বারটার দিকে ২৩২ নম্বর ব্রীজের কাছে সম্পা খাতুনের দুপা কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ব্রীজের ওপর মেয়েটির ব্যবহৃত ব্যাগ ও মোবাইলটি পাওয়া যায়। 
নাটোর থানার এস আই আজাদ জানান, দুর্ঘটনার পরে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার স্বামীর সাথে যোগাযোগ করে জানা যায় তিনি ঢাকায় রয়েছেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি নাটোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি আরো জানান, বিষয়টি শান্তাহার জিআরপি থানায় জানানো হয়েছে। রেল লাইনে দুর্ঘটনার কারণে তারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here