বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল লতিফ রংপুর কাউনিয়া উপজেলার চরসিদ্দি এলাকার সিদ্দিক আলীর ছেলে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় একটি ইউডি মামলা এবং মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে আব্দুল লতিফ মানসিক ভারসাম্যহীনভাবে মাধনগর রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিল। সোমবার দিবাগত রাত আড়াইটার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন সান্তাহার রেলওয়ে থানাধীন মাধনগর রেলস্টেশনের দক্ষিণে রেলসেতু সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীরা সকালে তার ক্ষত-বিক্ষত মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে সান্তাহার জিআরপি থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।