ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

0

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের অবসরপ্রাপ্ত এক কর্মচারীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাওটি রেলওয়ে স্টেশন সংলগ্ন আমদুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মফিজুর রহমান (৭০)। তিনি উপজেলার আজগরা ইউনিয়নের আমদুয়ার দক্ষিণ বাড়ির মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি রেলওয়ের সাবেক কি-ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

লাকসাম রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির এস.আই আনোয়ার হোসেন জানান, মফিজুর রহমান নাওটি রেলওয়ে স্টেশন আমদুয়ার এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তিনি মৃত্যুবরণ করেন। কি-ম্যান হিসেবে রেলওয়ের চাকরিতে থাকাকালীন তিনি স্ট্রোক করে মানসিক ভারসাম্য হারিয়ে নিজ বাড়িতে থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here