ট্রেনে ঈদযাত্রায় কোনো ভোগান্তি নেই : রেলমন্ত্রী

0

আসন্ন ঈদযাত্রায় ট্রেনযাত্রীদের কোনো ভোগান্তির কথা শোনা যায়নি। শান্তিতেই মানুষ বাড়িতে যাচ্ছেন। সীমিত সম্পদ দিয়ে আমরা ভালো ব্যবস্থাপনা রেখেছি। এর থেকে আর ভালো ব্যবস্থাপনা হতে পারে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। 

শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘হার পাওয়ার’ প্রকল্পের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রম শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী।
 
রেলমন্ত্রী আরও বলেন, এবারের ট্রেনে ঈদযাত্রা নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ শোনা যায়নি। এবার যাত্রীদের কোনো অভিযোগ নাই। শেখ হাসিনার বুদ্ধির চিন্তা-ভাবনা থেকে আমরা অনেক পিছিয়ে। নারীরা যেন সাবলম্বি হতে পারেন সেটা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্য।

এ সময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে শফিকুল মোরশেদ আরুজ, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন তিন উপজেলার ৭৫ জন নারী উদ্যোক্তার মাঝে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here