ট্রেনে আগুন; স্বামী জানালা দিয়ে বের হতে পারলেও খোঁজ নেই স্ত্রীর

0

রাজধানীর গোপীবাগে ট্রেনের আগুনের ঘটনায় স্বামী আসিফ মো: খান (৩০) ট্রেন থেকে বের হতে পারলেও স্ত্রী নাতাশা বের হতে পারেননি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন আসিফের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আবু সিদ্দিক খান। 

এদিকে দগ্ধ আসিফ মো: খানকে শেখ হাসিনার জাতীয় বান এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধ আসিফের বাবা আবু সিদ্দিক খান জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। বর্তমানে তারা ৭৬ শরৎ গুপ্ত রোড গেন্ডারিয়ার নারিন্দায় থাকেন। 

তিনি বলেন, আসিফ ও তার স্ত্রী নাতাশা ফরিদপুরের ভাঙ্গায় আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঘটনার শিকার হন। আগুন লাগার পর তারা দরজা দিয়ে বেড় হতে না পেরে আসিফ জানালা দিয়ে মাথা বের করেন। সে সময়ে লোকজন তাকে টেনে বের করতে পারলেও তার স্ত্রী নাতাশা বের হতে পারেনি। ধারনা করা হচ্ছে, নাতাশা ট্রেনে রয়ে গেছে। আমরা এখনো নাতাশাকে পাইনি। 

আসিফের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো বাচ্চু মিয়া। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here