ট্রেনের ফিরতি টিকিট মিলবে বুধবার

0

আগামীকাল বুধবার থেকে ট্রেনের আগামী ১ জুলাইয়ের ফিরতি টিকিট পাওয়া যাবে। ওই দিন যেসব ট্রেন চলাচল করবে সেগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাবে।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার।

ফিরতি টিকিটের মধ্যে ২ জুলাইয়ের টিকিট ২২ জুন, ৩ জুলাইয়ের টিকিট ২৩ জুন, ৪ জুলাইয়ের টিকিট ২৪ জুন, ৫ জুলাইয়ের টিকিট ২৫ জুন, ৬ জুলাইয়ের টিকিট ২৬ জুন বিক্রি করা হবে। এছাড়া ১ জুলাইয়ের টিকিট ২১ জুন বিক্রি করা হবে।

সকাল ৮টায় বিক্রি শুরু হবে পশ্চিমাঞ্চলের টিকিট এবং দুপুর ১২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট। এবার ঈদে আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৯ হাজার।

ঈদ স্পেশাল ট্রেনের টিকিটও এবার অনলাইনে দেওয়া হবে। একজন যাত্রী ঈদের আগে একবার এবং ঈদের পরে একবার করে টিকেট নিতে পারবেন। একজন যাত্রী একটি আইডি দিয়ে ৪টি টিকেট নিতে পারবেন, সেক্ষেত্রে যাত্রীর সঙ্গে থাকা বাকি ৩ সহযাত্রীর বিবরণ টিকিটে উল্লেখ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here