ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

0

চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে মো. পারভেজ আহম্মেদ দেলোয়ার (১৭) নামে কিশোরের মৃত্যু হয়েছে। মৃত দেলোয়ার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পার্শ্ববর্তী এবং কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ওয়ারুক রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ছাদে অন্য যাত্রীর সঙ্গে সেলোয়ারও ছিল। হঠাৎ সে ছাদ থেকে পড়ে যায়। এতে তার দেহ কয়েক খণ্ড হয়ে যায়। তাৎক্ষণিক ঘটনাটি চাঁদপুর জিআরপি থানা পুলিশকে জানানো হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here