একদিকে যেমন আপনি অজানা নম্বর ট্রুকলার থেকে দেখছেন, অন্যদিকে আপনার ফোন নম্বরও ফোনের অন্য প্রান্তে ট্রুকলারে ভেসে ওঠে। চাইলে ট্রুকলার থেকে নিজের নাম ডিলিট করতে পারবেন-
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে
>> এবার সেটিংসে গিয়ে প্রাইভেট সেন্টার অপশনে ক্লিক করুন।
>> এখানে ডিঅ্যাক্টিভ অপশন দেখতে পাবেন। এই অপশনটি সিলেক্ট করে দিন।
আইফোন থেকে
>> প্রথমে আপনার আইফোন থেকে ট্রুকলার অ্যাপ ওপেন করুন।
>> এবার প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
>> এরপর সেটিংসে গিয়ে প্রাইভেসি সেন্টার ক্লিক করুন।
>> সেখানেই পাবেন ডিঅ্যাক্টিভ অপশন। সিলেক্ট করলেই কাজ শেষ।
তবে এরপরও আপনার নাম ট্রুকলার ডেটাবেসে থেকে যেতে পারে। তাই নিজের নাম ট্রুকলার থেকে আনলিস্ট করতে হবে। এজন্য www.truecaller.com/unlisting ওয়েবসাইট ওপেন করুন। এখানে এইএসডি কোডসহও মোবাইল নম্বর এন্টার করুন। এর পরে সিলেক্ট করুন আনলিস্ট।