যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাক বিস্ফোরিত হয়েছে। এবার সেই ঘটনা নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। বিস্ফোরণে নিহত ব্যক্তি মার্কিন বিশেষ বাহিনীর সক্রিয় দায়িত্বরত সৈনিক ছিলেন। তার গাড়িটি বিস্ফোরণের আগে তিনি নিজেকে গুলি করে হত্যা করেন। বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হন।
লাস ভেগাস পুলিশ জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলাকারী সন্দেহভাজনের মতো লাস ভেগাসের বিস্ফোরণে নিহত ব্যক্তিও মার্কিন সেনাবাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। কলোরাডোর বাসিন্দা ম্যাথিউ অ্যালান লিভেলসবার্গার (৩৭) ওই গাড়ির চালক ছিলেন। তিনি ওই গাড়িটি ভাড়া নিয়েছিলেন।
পুলিশ আরও জানায়, লিভেলসবার্গারের মৃত্যুর কারণটি একটি স্ব-প্ররোচিত বন্দুকের গুলি।
তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন। নববর্ষের দিনে জ্বালানি ক্যানিস্টার এবং আতশবাজিতে ভরা গাড়িটি বিস্ফোরিত হলে সাতজন আহত হন। তারা সামান্য পরিমাণ আহত হয়েছেন।
লিভেলসবার্গার সেনাবাহিনীর এলিট গ্রিন বেরেটস ইউনিটের সদস্য ছিলেন।
এই বিশেষ বাহিনী গেরিলা যুদ্ধ ও বিশেষ যুদ্ধকৌশলে দক্ষ। সন্ত্রাসীদের মোকাবিলায় তারা বিশেষ পদ্ধতি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। ২০০৬ সাল থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছিলেন লিভেলসবার্গার এবং কর্মক্ষেত্রে বিভিন্ন পদমর্যাদা অর্জন করেছেন। মৃত্যুর সময় তিনি ছুটিতে ছিলেন।
কর্মকর্তারা আরও জানান, লিভেলসবার্গার একজন সক্রিয় সেনাসদস্য ছিলেন; যিনি নর্থ ক্যারোলিনায় অবস্থিত ফোর্ট ব্রাগ ঘাঁটিতে সময় কাটিয়েছিলেন।
এই ঘাঁটি আর্মি স্পেশাল ফোর্সেস কমান্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে তার সামরিক কার্যক্রম-সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশের অনুমতি এই কর্মকর্তাদের ছিল না।
এফবিআই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের একটি পোস্টে জানিয়েছে, তারা বুধবারের বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট কলোরাডো স্প্রিংসের একটি বাড়িতে অভিযান পরিচালনা করেছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি এফবিআই।
এর আগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি তুলে দেওয়া ও বন্দুক হামলার ঘটনায় ১৫ জন নিহত হন। আহত হয়েছেন ৩৫ জনের মতো। ওই ট্রাকটির চালক ছিলেন ৪২ বছর বয়সী শামসু-দীন জব্বার। যিনি একজন মার্কিন নাগরিক এবং টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনিও মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য ছিলেন।