ট্রাম্প বিমান থেকে গাজার জিম্মি মুক্তির লাইভ স্ট্রিমিং দেখেছেন

0
ট্রাম্প বিমান থেকে গাজার জিম্মি মুক্তির লাইভ স্ট্রিমিং দেখেছেন

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে সাতজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এরই মাঝে ইসরায়েলে আছেন। তিনি এর আগে এয়ার ফোর্স ওয়ানে বসেই গাজার জিম্মি মুক্তির সরাসরি সম্প্রচার দেখছিলেন। খবর টাইমস অফ ইসরায়েলের। 

আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্প ইসরায়েলে অবতরণ করেছেন। যেখানে তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটেও ভাষণ দেবেন। স্থানীয় সময় দুপুর ১টার দিকে তিনি মিশরের উদ্দেশে রওনা হবেন।

হামাসের মুক্তি দেওয়া সাতজন বন্দি এখন ইসরায়েলি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে এবং তারা ‘ইসরায়েলি ভূখণ্ডের পথে’ রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত জিম্মিরা হলেন — গালি বারম্যান, জিভ বারম্যান, মাতান অ্যাংরেস্ট, অ্যালোন ওহেল, ওমরি মিরান, এইতান মোর, গাই গিলবোয়া-দালাল।

জর্ডানের আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানিয়েছেন, বন্দিদের অবস্থা মোটামুটি ভালো এবং তারা চিকিৎসা সহায়তা ছাড়াই হেঁটে চলাফেরা করতে পারছেন।

হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের দেখা লাইভ স্ট্রিমিংয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, “ইতিহাস সৃষ্টি হচ্ছে”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here