এবার ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর সঙ্গে বৈঠক করতে আগ্রহী। আর এই দুই নেতার মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তুতিও চলছে।
পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, পুতিন বৈঠক করতে চান এবং আমরা এর আয়োজন করছি।
ট্রাম্প আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন বৈঠক করতে চান। এমনকি তিনি এ কথা প্রকাশ্যেও বলেছেন। আর আমরা অবশ্যই ওই যুদ্ধের অবসান ঘটাব, এ এক রক্তপাত।
নির্বাচনি প্রচারে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করারর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তির জন্য কোনো নির্দিষ্ট প্রস্তাব দেননি। কিন্তু কিয়েভে দেয়া যুক্তরাষ্ট্রের বড় অংকের সহায়তার বিরোধিতা করেছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হাসিঠাট্টাও করেছেন ট্রাম্প। জেলেনস্কিকে তিনি সেলসম্যানও বলেছেন। বিপরীতে বরাবরই কৌশলে পুতিনের প্রশংসাই করে থাকেন এই রিপালিকান নেতা।
তবে পুতিনের সাথে কোথায় ট্রাম্পের দেখা হচ্ছে। কবে তারা বৈঠক করবেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প। মস্কোর পক্ষ থেকেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করা হয়নি।