ট্রাম্প নীতির প্রভাবে বিশ্বকাপের ১৭ হাজার টিকিট বাতিল করল সর্মথকরা

0
ট্রাম্প নীতির প্রভাবে বিশ্বকাপের ১৭ হাজার টিকিট বাতিল করল সর্মথকরা

বিশ্বকাপ ফুটবলে আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। প্রায় ১৭ হাজার ফুটবলপ্রেমী ইতিমধ্যেই তাদের টিকিটের বুকিং বাতিল করেছেন। তারা আশঙ্কা করছেন, খেলা দেখতে আমেরিকায় গেলে রাজনৈতিক অস্থিরতা বা মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারেন।

ট্রাম্পের নজর বর্তমানে গ্রিনল্যান্ড এবং ইরানেও। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক সম্পর্কের অবনতির আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন দেশের নাগরিকদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব কারণে কিছু দেশ ও অঞ্চলের ফুটবলপ্রেমীরা নিরাপদ মনে করছেন না আমেরিকা।

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পরিস্থিতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডেকেছেন। বৈঠকে ফিফার কর্মকর্তা ও বিশ্বকাপ আয়োজক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন।

জর্ডানের একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, ১৬ হাজার ৮০০-এর বেশি টিকিট আবেদন বাতিল হয়েছে, কেউ কেউ আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ম্যাচ বয়কটের ডাকও দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের প্রচার দ্রুত ছড়িয়ে পড়ছে, বিশেষ করে দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার ফুটবলপ্রেমীদের মধ্যে।

বিক্রি হওয়া টিকিট ফেরত দেওয়া হবে না, তাই প্রথম দুই দফার টিকিট বাতিল সম্ভব নয়। তবে তৃতীয় দফায় টিকিট কেনার আবেদন বাতিল করছেন সমর্থকরা। এই কারণে আমেরিকায় বিশ্বকাপের শহরগুলোর হোটেল চাহিদা কমেছে।

মেক্সিকো, কানাডা ও আমেরিকা এবার বিশ্বকাপের আয়োজক। ৪৮টি দেশ খেলবে। রেকর্ড মুনাফার জন্য ফিফা টিকিটের দাম বৃদ্ধি করেছিল, যা নিয়েও বিশ্বজুড়ে অসন্তোষ তৈরি হয়।

সূত্র: ফিফা ওয়ার্ডকাপ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here