ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়ার হামলা, নিহত দুই

0
ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়ার হামলা, নিহত দুই

যুদ্ধ বন্ধের বিষয়ে ফ্লোরিডায় গুরুত্বপূর্ণ আজ বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ নেতারা। এ অবস্থাতেই গতকাল শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। 

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। শহরের প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় তাপ সরবরাহ বন্ধ হয়ে গেছে। দশ লক্ষের বেশি বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভোর থেকে কিয়েভে ব্যালিস্টিক, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এ হামলা আঁচ করতে পেরে প্রায় ১০ ঘণ্টা ধরে বিমান হামলার সতর্কতাও জারি করেছিল বিমানবাহিনী।

সংশ্লিষ্টরা জানিয়েছে, হামলায় কিয়েভের দিনিপ্রোভস্কি জেলায় ৭১ বছর বয়সি এক ব্যক্তি এবং নিকটবর্তী বিলা তসেরকাভা শহরে আরও একজন নিহত হয়েছেন। পুলিশের তথ্যমতে, শহরটিতে কমপক্ষে ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশুও রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ৫০০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, কিয়েভে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ঠিক এ সময়েই প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় তাপ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করেছে রাশিয়ার বাহিনী।

কিয়েভভিত্তিক সাংবাদিক ক্রিস্টিনা জেলেনিউক বলেন, বাসিন্দাদের ঠান্ডায় কষ্ট দিতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সব সম্পদ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে রাশিয়া।

বিশ্লেষণ ও অনুসন্ধানী সংবাদমাধ্যম ‘বিএনই ইন্টেলি’ নিউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক বেন আরিস বলেন, ‘২০১৪ সাল থেকে আলোচনার আগে এমন হামলা রীতিমতো ‘রেওয়াজ’ হয়ে দাঁড়িয়েছে। এর উদ্দেশ্য একটাই, বৈঠকের ওপর চাপ সৃষ্টি করা।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here