ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আশঙ্কা, আগামী বছর ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরলে তিনি রাশিয়াকে একতরফা ছাড় দিতে পারেন। আর এটা করলে ইউক্রেনের স্বার্থ ক্ষুন্ন হবে।
গার্ডিয়ানের খবর অনুসারে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামানো সম্ভব’ বক্তব্যকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি যদি প্রকাশ্যে এমন কথা বলেন তাহলে সেটা একটু আতঙ্কের। আমি অনেক ভুক্তভোগী দেখেছি, কিন্তু এটা আমাকে কিছুটা চাপে ফেলছে। এ সময় তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে ইউক্রেনে, কিয়েভে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি যদি ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামাতে পারেন, আমার মনে হয় এটুকুই যথেষ্ট হবে।’
উল্লেখ্য, সম্প্রতি এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারবেন।