ট্রাম্পের হুমকির পর পশ্চিম তীর দখল স্থগিত করল ইসরায়েল

0
ট্রাম্পের হুমকির পর পশ্চিম তীর দখল স্থগিত করল ইসরায়েল

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে উদ্যোগী হয়েছিল নেতানিয়াহু সরকার। বুধবার দেশটির পার্লামেন্ট নেসেটে এ বিষয়ে একটি বিল অনুমোদন পায়। এই পদক্ষেপকে কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিন্দা জানান। হুমকি দিয়ে তিনি বলেন, ইসরায়েল পশ্চিম দখলের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল। 

ট্রাম্প ঘোষণা করেন, আমার প্রশাসন ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি কখনই দেবে না। 

এর পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার জোট সরকারেকে নির্দেশ দিয়েছেন, পশ্চিম তীরকে সংযুক্তির বিলগুলো নেসেটে যেন আর না এগোয়। দেশটির কোয়ালিশন চেয়ারম্যান ওফির ক্যাটজ বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন, আপাতত পশ্চিম তীরে সার্বভৌমত্ব সংক্রান্ত কোনো প্রস্তাব বা বিল পার্লামেন্টে এগিয়ে নেওয়া যাবে না।’

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বুধবার ২৫-২৪ ভোটে ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তি বিলটি অনুমোদন পায়। বিলটি আইনে পরিণত করতে চার ধাপে ভোটাভুটির প্রয়োজন ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনের পশ্চিম তীর সংযুক্তি বাস্তবায়িত হলে, ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ হয়ে যাবে। গত জুলাইয়ে, আন্তর্জাতিক আদালত ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনি এলাকা দখল বেআইনি। সেই সঙ্গে ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতিতে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়।

নেতানিয়াহুর জোটের কয়েকজন সদস্য পশ্চিম তীরের কিছু অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছিলেন। তাদের দাবি, ওই এলাকাগুলোর সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক সংযোগ রয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here