ট্রাম্পের সেই লালটুপিই এখন গ্রিনল্যান্ড-ডেনমার্কে প্রতিবাদের প্রতীক!

0
ট্রাম্পের সেই লালটুপিই এখন গ্রিনল্যান্ড-ডেনমার্কে প্রতিবাদের প্রতীক!

‘মেক আমেরিকা গ্রেট এগেইন’… এক দশক আগে ট্রাম্পের এই স্লোগানে এই ভরসা রেখেছিল গোটা আমেরিকা। ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের মাথায় আবির্ভাব হয়েছিল সেই স্লোগান-শোভিত লাল টুপির। আমজনতার বিপুল উদ্দীপনায় ২০১৬ সালে তার হাত ধরে আট বছর পরে ক্ষমতায় ফিরেছিল রিপাবলিকান পার্টি।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে পরাস্ত হলেও চার বছর পরে সেই পরিচিত স্লোগান লেখা লালটুপি পরে প্রচার চালিয়ে হোয়াইট হাউসে দ্বিতীয়বার প্রবেশের ছাড়পত্র পান ট্রাম্প। কিন্তু এবার তার সেই স্লোগানকে ব্যঙ্গ করে প্রতিবাদে শামিল হয়েছে ইউরোপের দেশ গ্রিনল্যান্ড এবং তাদের নিয়ন্ত্রিত দ্বীপ গ্রিনল্যান্ড। 

তার ‘মাগা’ (‘মেক আমেরিকা গ্রেট এগেইন’) স্লোগানকে কিছুটা ব্যঙ্গ প্রতিবাদীদের মাথায় এখন শোভিত হচ্ছে লালটুপি, যাতে লেখা ‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ (আমেরিকাকে দূর করো)!

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গত সপ্তাহে অনুষ্ঠিত মার্কিন বিরোধী বিক্ষোভের এই টুপির জনপ্রিয়তা বেড়েছে। ইউরোপের দেশগুলো ইতোমধ্যেই গ্রিনল্যান্ড-সংঘাতে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। ন্যাটো জোটের কয়েকটি ইউরোপীয় সদস্যরাষ্ট্র কোপেনহেগেনের সমর্থনে গ্রিনল্যান্ডে সেনাও পাঠিয়েছে।

কিন্তু এখনও অনড় রয়েছেন ট্রাম্প। ২০২৬ সালেই বিশ্বের বৃহত্তম এই দ্বীপ মার্কিন ভূখণ্ডের অংশ হতে চলেছে বলে আবার বার্তা দিয়েছেন তিনি। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রাফিক পোস্ট করেন ট্রাম্প। সেই গ্রাফিকে দেখা যাচ্ছে, হাতে মার্কিন পতাকা নিয়ে গ্রিনল্যান্ডে গিয়েছেন তিনি। তার ঠিক পিছনে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই তিনজনের সামনে থাকা কাঠের বোর্ডে লেখা ‘গ্রিনল্যান্ড— আমেরিকার অংশ’। পাশে লেখা ‘প্রতিষ্ঠা ২০২৬’। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, এপি, গ্লোবাল নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here