ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও তেহরান তা ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। রবিবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যে পক্ষ সর্বদা বলপ্রয়োগের হুমকি দেয়, তাদের সঙ্গে সরাসরি আলোচনার কোনো মানে হয় না।

গত মাসে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা চান। তবে তিনি সাফ জানিয়ে দেন, কূটনীতি ব্যর্থ হলে ইরানকে বোমা মারার কথাও ভাববেন। এ মন্তব্যের পরই উত্তেজনা বাড়ে।

আরাগচি জানান, ইরান কূটনীতিতে বিশ্বাসী এবং পরোক্ষভাবে আলোচনা করতে প্রস্তুত। তিনি স্পষ্ট করেন, ‘আমরা কূটনীতিতে যেমন আন্তরিক, জাতীয় স্বার্থ রক্ষায়ও তেমন কঠোর।’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, সমমর্যাদায় আলোচনা করতে প্রস্তুত ইরান। তবে হুমকি দিয়ে যদি আলোচনা চান, তাহলে সেটা আসলে আলোচনা নয়।

এদিকে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি বলেছেন ইরান আগে যুদ্ধ শুরু করবে না। কিন্তু যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে যায়। এরপর থেকেই ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বাড়িয়েছে।

সম্প্রতি ইরানের শীর্ষ নেতার উপদেষ্টা আলি লারিজানি সতর্ক করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না। তবে আক্রমণের শিকার হলে তাদের আর বিকল্প থাকবে না।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here