ট্রাম্পের শুল্ক বহাল থাকলে জুনে ফোর্ড গাড়ির দাম বাড়তে পারে

0

আমদানি করা সব গাড়ির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৫% শুল্ক আরোপ করেছেন, যা গত ৩ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

ট্রাম্পের এই শুল্ক বহাল থাকলে আগামী জুনে গাড়ির দাম বাড়তে পারে বলে ডিলারদের জানিয়েছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর। 

অটোমোটিভ নিউজের বরাতে সিএনএন জানিয়েছে, ফোর্ড তার ডিলারদের কাছে বুধবার পাঠানো একটি স্মারকে বিষয়টি বলেছে।

ওই স্মারকে একজন শীর্ষ নির্বাহী ডিলারদের জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি গাড়ি আমদানির ওপর শুল্ক কমাতে না পারেন, তাহলে ফোর্ড মোটর কোম্পানি আগামী মে মাস থেকে যেসব গাড়ি নির্মিত হবে যেসব গাড়ির দাম বাড়াতে পারে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি চলতি মাসের শুরু থেকে ২ জুন পর্যন্ত তাদের স্টকে থাকা গাড়িতে বিশাল ছাড় দিয়েছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। তবে মে এবং তার পরে উৎপাদিত নতুন মডেলের দাম বাড়তে পারে।

সূত্র : সিএনএন, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here