ট্রাম্পের শুল্ক-আঘাতে ধরাশায়ী এশিয়ার শেয়ারবাজার

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পরই বিশ্বজুড়ে শোরগোল পড়েছে। বিশেষ করে এই পদক্ষেপে ধস নেমেছে এশিয়ার শেয়ারবাজারে। শুধু তা-ই নয়, স্বর্ণের মূল্য বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভিয়েতনামের মতো দেশের শেয়ারবাজার বড়সড় ধাক্কা খেয়েছে। ট্রাম্পের ঘোষণার আগের দিন চাঙ্গা ছিল এশিয়ার শেয়ার বাজার। লাভের মুখ দেখেছে সেনসেক্স, নিফটিও।

বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার শেয়ারের দর পড়তে শুরু করে। তবে, ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের দাম বেড়েছে। বুধবার ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাজ্যের সমস্ত পণ্যের ওপর রফতানি শুল্ক ১০ শতাংশ ধার্য করা হচ্ছে। শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কারও ওপর ২০, কারও ওপর ২৫, আবার কারও ওপর ৪৬ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র, যার প্রভাব পড়ল শেয়ারবাজারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘোষণার জেরে টোকিওর নিক্কেই (টোকিও স্টক এক্সচেঞ্জের স্টক মার্কেট সূচক) প্রাথমিকভাবে ৩.৯ শতাংশ হ্রাস পেয়েছিল। যদিও পরে কিছুটা পুনরুদ্ধার হয়। বর্তমানে পতনের হার দাঁড়িয়েছে ২.৯ শতাংশে। 

উল্লেখ্য, ট্রাম্প জানিয়েছেন, তিনি জাপানের ওপর ২৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করছেন। শুধু জাপান নয়, যুক্তরাষ্ট্রের অন্যতম ‘বন্ধু’ দক্ষিণ কোরিয়ার ওপরও ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। যার প্রভাব পড়েছে সে দেশের শেয়ারবাজারে। হংকং, সাংহাইয়েও একই প্রভাব পড়ল। কোথাও পতনের হার ১.৫ শতাংশ, আবার কোথাও ১.৪ শতাংশ।

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের দামেও প্রভাব পড়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হলুদ ধাতুর দাম আউন্স প্রতি ৩,১৬০ ডলার ছাড়াল, যা সর্বকালের রেকর্ড।

শুধু স্বর্ণ নয়, তেলের দামেও প্রভাব পড়েছে। ব্রেন্ট ফিউচারের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২.৫৬ ডলারে পৌঁছেছে।

বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী বিকাল ৪টায় ‘পাল্টা’ বা ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে সবিস্তার জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পণ্যের ওপর ২৬ শতাংশ আর বাংলাদেশের পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে, চীনা পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। ভারত, চীন, ব্রাজিল, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য নয়া শুল্কনীতি চাপানো হয়েছে। আমেরিকা ছাড়া অন্য যেকোনও দেশের গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ, ভিয়েতনামের পণ্যের ওপর ৪৬ শতাংশ, জাপানি পণ্যের ২৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ, যুক্তরাজ্য থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং সুইজারল্যান্ডের ওপর ৩১ শতাংশ শুল্ক চাপানো হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনবিসি, এপি, ফিন্যান্সিয়াল টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here