ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়াল চীন

0

 

প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর কয়েক ঘণ্টার মধ্যেই জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বৈশ্বিক জলবায়ু বিষয়ক লক্ষ্যমাত্রা প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এ পরিস্থিতিতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ দুই অঙ্গকে এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার সকালে রাজধানী বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, “চীন বিশ্বাস করে, বিশ্ব মানবতা রক্ষার স্বার্থে এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা থাকা উচিত, যার ভিত্তি হলো বিভিন্ন দেশ ও জাতির মধ্যকার আদান-প্রদান। ডব্লিউএইচও এই দায়িত্বটি পালন করছে এবং এ কারণে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থার প্রতি চীনের সমর্থন সবসময় অব্যাহত থাকবে। অদূর ভবিষ্যতে বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা দুর্বল নয়, বরং শক্তিশালী হবে।”

প্যারিস চুক্তির প্রতি চীনের সমর্থন থাকবে উল্লেখ করে জিয়াকুন বলেন, “জলবায়ু পরিবর্তন হলো এমন একটি চ্যালেঞ্জ, যা মোকাবিলার দায়িত্ব বিশ্বের সব দেশের, সব জাতির, সব মানুষের। এটি এমন একটি চ্যালেঞ্জ, যার ফলে কোনো একক দেশ যেমন ক্ষতিগ্রস্ত হবে না, তেমনি কোনো একটি দেশের পক্ষে এটির সমাধান বের করাও সম্ভব নয়।”

“তাই জলবায়ু পরিবর্তন নামের এ বৈশ্বিক সংকট মোকাবিলায় চীন সবার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষপাতী।”

সূত্র : এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here