ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলায় আইএসের একজন শীর্ষ পরিকল্পনাকারীসহ বেশ কয়েকজন নিহত হয়েছে। তবে, হামলায় কোনও বেসামরিক ব্যক্তির ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।

ট্রাম্প তার এক পোস্টে জানান, এই হামলায় আইএসের সন্ত্রাসীরা তাদের গুহা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি দূর করা হয়েছে। হামলাটি সোমালিয়ার গোলিস পার্বত্য এলাকায় চালানো হয়।

এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, হামলায় নিহত ব্যক্তিরা চিহ্নিত সন্ত্রাসী ছিল। এর মাধ্যমে আরও বড় কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে।

গত দশকে আইএস (ইসলামিক স্টেট) মূলত মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরাক ও সিরিয়ায় শক্তি বাড়িয়েছিল। তবে এখন আফ্রিকার কিছু অঞ্চলেও তাদের প্রভাব বাড়ছে।

সোমালিয়ায় আইএসের শাখা ২০১৫ সালে গঠিত হয়। আল–কায়েদার সঙ্গে যুক্ত আল–শাবাব গোষ্ঠী থেকে কিছু সদস্য আলাদা হয়ে আইএসে যোগ দেন। আল–শাবাব এখন সোমালিয়ার সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here