ট্রাম্পের নাগরিকত্ব বাতিলের আদেশের বিরুদ্ধে ২৪ অঙ্গরাজ্যে মামলা

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিলের নির্বাহী আদেশ জারি করার একদিনের মধ্যেই তার বিরুদ্ধে ২৪টি অঙ্গরাজ্য ও শহর ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত এই অঙ্গরাজ্য ও শহরগুলো ট্রাম্পের সিদ্ধান্তকে মার্কিন সংবিধানের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার দিনেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। এরপর ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানরা আর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না।  

এই আদেশের বিরুদ্ধে বোস্টনের ফেডারেল আদালতে মামলা করেছে ২২টি অঙ্গরাজ্য, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এবং সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ। মামলায় অভিযোগ করা হয়েছে, এই আদেশ মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী লঙ্ঘন করেছে। প্রেসিডেন্টের এ ধরনের আদেশ দেওয়ার কোনো আইনগত ক্ষমতা নেই।  

এই মামলায় আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নসহ বেশ কয়েকটি নাগরিক অধিকার সংগঠন এবং অভিবাসন বিষয়ক প্রতিষ্ঠানও জোটবদ্ধ হয়েছে। এমনকি একটি অন্তঃসত্ত্বা নারীও একই ধরনের মামলা দায়ের করেছেন। তারা বলেছেন, এটি শুধু আইনি লঙ্ঘন নয়, বরং মানবাধিকারের জন্যও একটি বড় আঘাত।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে এটি তার প্রশাসনের প্রথম বড় ধরনের আইনি চ্যালেঞ্জ। দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরপরই নেওয়া তার সিদ্ধান্তগুলো এর মাধ্যমে প্রথমবারের মতো আদালতের কাঠগড়ায় তোলা হয়েছে।  

হোয়াইট হাউস থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই মামলা শুধু ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে নয়, বরং মার্কিন সংবিধান রক্ষায় এক বড় ধরনের লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here