ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০ ফিলিস্তিনি

0
ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১০০ ফিলিস্তিনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে, ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের অংশ হিসেবে সব বন্দি মুক্তির বিষয়ে গত শুক্রবার সম্মতি জানিয়েছে হামাস। তা সত্ত্বেও গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ থামছে না। 

মিশরে সোমবার থেকে নতুন যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। তবু গাজা উপত্যকা জুড়ে বোমাবর্ষণের পাশাপাশি যেখানে আবাসিক এলাকা, শরণার্থী শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলার খবর পাওয়া গেছে। গাজা সিটির বাসিন্দারা জানান, আল-জাল্লা এলাকা ও আশপাশের এলাকায় দূরনিয়ন্ত্রিত যান থেকে বিস্ফোরক ব্যারেল ফেলে ঘরবাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, শনিবার ও রবিবার অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার সকালেও আরো সাতজনের মৃত্যু হয়েছে। ওই কার্যালয় আরো জানায়, সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ১৩১টি বিমান ও গোলাবর্ষণ অভিযান চালায়।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন এবং খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছেন দুই মিলিয়নেরও বেশি মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here