ট্রাম্পের আমন্ত্রণে গাজা বোর্ড অব পিসে যুক্ত হলো ইউএই

0
ট্রাম্পের আমন্ত্রণে গাজা বোর্ড অব পিসে যুক্ত হলো ইউএই

গাজা বোর্ড অব পিসে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বোর্ড অব পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত গাজা বিষয়ে ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের গুরুত্বকে প্রতিফলিত করে। এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, গাজা সংকট সমাধান ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় শান্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে ইউএই দীর্ঘদিনের প্রতিশ্রুতিবদ্ধ অবস্থান থেকেই এই উদ্যোগে যুক্ত হয়েছে।

এ ঘোষণার আগে ইউএইর আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি কে গাজা এক্সিকিউটিভ বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই বোর্ডটি ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা এবং বৃহত্তর বোর্ড অব পিসের মধ্যে সংযোগকারী ভূমিকা পালন করবে।

ট্রাম্পের আমন্ত্রণে ইউএই ছাড়াও বেশ কয়েকটি আরব দেশ বোর্ড অব পিসে যোগ দিচ্ছে। এটি গাজা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের ঘোষিত ২০ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপের অংশ।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন এই বোর্ড গাজায় শান্তি ও পুনর্গঠনের লক্ষ্যে কৌশলগত তদারকি করবে, আন্তর্জাতিক সম্পদ সংগ্রহ করবে এবং জবাবদিহিতা নিশ্চিত করবে।

এ বিষয়ে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠনই এই প্রক্রিয়ার মূল লক্ষ্য। এতে অনুমোদনহীন সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

সূত্র: খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here