ট্রাম্পকে বয়স নিয়ে খোঁচা দিয়ে যা বললেন বাইডেন

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বয়স নিয়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ চলছেই।

গত শনিবার রাতে ওয়াশিংটনের সাংবাদিক, সেলিব্রেটি ও রাজনীতিবিদদের জন্য বার্ষিক নৈশভোজের আয়োজন করেছিলেন জো বাইডেন। এই নৈশভোজে বয়স নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবারও মেতে উঠলেন বাইডেন। 

এ বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম আইটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন তার বেশির ভাগ পূর্বসূরির মতো নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক ভোজসভাকে ব্যবহার করেছেন। আর তিনি এর শুরুটা করেছেন ট্রাম্পের প্রতি সরাসরি কিন্তু হাস্যরসাত্মক একটি উপায়ে। 

অতীতে জো বাইডেনকে ‘ঘুমকাতুরে বুড়ো’ বলে একাধিকবার খোঁচা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই ট্রাম্পের ওপর আক্রমণ শানাতে সেই মন্তব্যেরই জের টেনে আনলেন বাইডেন। 

এ সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের অবস্থানের পার্থক্য বোঝাতে গিয়ে ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ‘আমার ভাইস প্রেসিডেন্ট আমাকে সমর্থন করেন, সাবেক ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাকে সমর্থন করতে অস্বীকার করেছেন।’ 

বক্তব্যের পরবর্তী অংশে আগামী নির্বাচনের ঝুঁকি নিয়ে কথা বলেন বাইডেন। তিনি দাবি করেন, এই নির্বাচনে ট্রাম্প বিজয়ী হলে প্রথম মেয়াদের চেয়েও ক্ষতিকর হবে তার এবারের প্রশাসন। এ সময় নির্বাচনে হেরে যাওয়ার পর ২০২০ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে ট্রাম্পের সমর্থকদের দাঙ্গা চেষ্টার প্রসঙ্গও টানেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আট বছর আগে আমরা এই আলোচনাকে ট্রাম্প-টক হিসেবে লিখতে পারতাম, তবে ৬ জানুয়ারির পরে নয়।’ 

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বিভিন্ন প্রচার কর্মসূচি চালাচ্ছেন বাইডেন ও ট্রাম্প। 

শনিবার বাইডেন তার ১০ মিনিটের বক্তব্যে বলেন, ‘এ বছরের নির্বাচনী প্রচারণা পুরোদমে শুরু হয়েছে। এতে বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেখানে বয়স্ক একজন আর যার বিরুদ্ধে লড়ছি, তার বয়স মাত্র ছয় বছর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here