ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার ৬ নং পীরগঞ্জ ইউনিয়নের গিনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাণীশংকৈল উপজেলার ওমরাডাঙ্গী গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও একই গ্রামের মৃত মনজুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (৪০)। আহত হয়েছেন একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আওয়াল হোসেন (২৪)।