ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবদল নেতা নিহত

0

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মেহেদী হাসান প্রকৃতি (২৬) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

শনিবার বিকেল ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার কল্যাণনগর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান প্রকৃতি নন্দীগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি পৌর এলাকার নন্দীগ্রাম পূর্বপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, শনিবার বিকেলে প্রকৃতি দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে হাটকড়ইয়ের দিকে যাচ্ছিলেন। কল্যাণনগর নামক স্থানে সড়কের পাশের থেমে থাকা একটি ইট বোঝাই ট্রাকের পেছনে তার মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক প্রকৃতি গুরুতর আহত হন।

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তিনি মারা যান।

ওসি জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here