বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রামপাল উপজেলার শংকর নগর এলাকার মোহাম্মদ বাশারের ছেলে মোহাম্মদ এনামুল (২৬), বেলাই এলাকার মো. মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লকপুর গ্রামের শুকুরের ছেলে সাইদুল (২৫)। নিহতরা বেলাই এলাকার একটি মৎস্য ঘেরের কর্মচারী বলে জানা গেছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।