দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ট্রাকচাপায় মানিক হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে মানিক হোসেন একইদিক থেকে আসা মালবাহী ট্রাকের নিচে পড়ে আটকে ১৫০ গজ দূরে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং তার এক পা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে ওই মহাসড়কের দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যন্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন দিনাজপুর পৌর এলাকার উপশহরের ৮ নম্বর ব্লকের আব্দুস সামাদের ছেলে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোরাম মোওলা বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করে থানায় নেয়া হয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে।