ট্রফি বিতরণ মঞ্চে কেউ নেই পাকিস্তানের! পিসিবিকে তুলোধোনা শোয়েবের

0

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জয়ের পর ট্রফি বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না দেখে বিস্ময় প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার। 

ফাইনালের পর পদক বিতরণ মঞ্চে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি ছাড়াও ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া উপস্থিত ছিলেন। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হওয়া সত্ত্বেও সেই পোডিয়ামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে কোনো প্রতিনিধি ছিল না, যা দেখে অবাক শোয়েব।

পাকিস্তান বেশ ঢাকঢোল পিটিয়ে এই প্রতিযোগিতার আয়োজক হয়েছিল, কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত সেদেশে খেলতে যেতে অস্বীকার করে। এরপর আইসিসি হাইব্রিড মডেল গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ফাইনালসহ ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইয়ে খেলে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ভেন্যু ভারতের সেমিফাইনালের ফলাফলের উপর নির্ভর করেছিল। কারণ ভারত হেরে গেলে ম্যাচ হতো পাকিস্তানের। তবে টিম ইন্ডিয়া অজিদের হারাতেই পাকিস্তান থেকে সরে যায় ফাইনাল।

ভিডিও বার্তায় শোয়েব আখতার বলছেন, ‘ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেউ ছিল না আজকে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও মঞ্চে ছিলেন না পাকিস্তানের কোনো প্রতিনিধি। ট্রফি বিতরণ করতে কি কেউ ছিল না? এটা আমার বোধগম্য হচ্ছে না। চিন্তা করো একবার।। এটা ছিল বিশ্বমঞ্চ, আপনাদের সেখানে থাকা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় আমি সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে দেখতে পাইনি। আমরা টুর্নামেন্ট আয়োজন করলেও এত বড় অনুষ্ঠানে কেউ ছিল না। এটা দেখে খুব খারাপ লাগছে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here