ট্যারিফ আমার প্রিয় শব্দ: ট্রাম্প

0
ট্যারিফ আমার প্রিয় শব্দ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি এবং পণ্যের দামের ঊর্ধ্বগতি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই আমদানি শুল্কের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, আমদানিকৃত পণ্যের ওপর তার কর আরোপের নীতি আমেরিকার জন্য শত শত কোটি ডলার রাজস্ব এনে দিচ্ছে।

পেনসিলভানিয়ার মাউন্ট পকোনোতে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প অকপটে স্বীকার করেন, ট্যারিফ শব্দটিই তার সবচেয়ে প্রিয়। তিনি যুক্তি দেন, তার এই বাণিজ্য নীতি আমেরিকার জন্য বড় আর্থিক সাফল্য বয়ে এনেছে। 

ট্রাম্প বলেন, আমি বলব আমার প্রিয় শব্দ হলো ট্যারিফ। অভিধানের অন্য যেকোনো শব্দের চেয়ে আমি এটাকে বেশি ভালোবাসি। একইসাথে গণমাধ্যম থেকে আসা বিরোধী মতগুলিকে তিনি খারিজ করে দেন। তার শুল্কের পক্ষে বারবার জোর দেওয়া প্রমাণ করে যে এটি তার অর্থনৈতিক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here