টোঙ্গায় ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

0

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবারের ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরের দিকে টোঙ্গার মূল ভূখণ্ডের প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) এলাকায় অবস্থিত উপকূলজুড়ে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)। তাদের তথ্য অনুযায়ী, টোঙ্গায় যে ভূমিকম্প আঘাত হেনেছে তার মাত্রা ছিল ৭। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে। যদিও প্রাথমিকভাবে GFZ ভূমিকম্পটির মাত্রা ৬.৬ জানিয়েছিল।

পলিনেশীয় অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোঙ্গা ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত। এখানে এক লাখের বেশি মানুষের বসবাস, যাদের বেশিরভাগই মূল দ্বীপ টোঙ্গাটাপুতে বসবাস করেন।

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে সাড়ে তিন হাজার কিলোমিটারের বেশি দূরে টোঙ্গার অবস্থান। দেশটির বেশিরভাগ দ্বীপপুঞ্জই সাদা বালুময় সৈকত, প্রবাল প্রাচীর ও ঘন গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বনে পরিপূর্ণ।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here