টেস্ট ছাড়া প্রসঙ্গে যা বললেন তাসকিন

0

গুঞ্জন উঠেছে টেস্ট ছাড়তে চান তাসকিন আহমেদ! কেউ বলেছেন তাসকিন টেস্ট একেবারেই ছেড়ে দিতে চান, কেউ বলেছেন আপাতত শুধুই আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য। এই ধোঁয়াশা এবার কাটিয়েছেন তাসকিনই। কাঁধের চোটের উন্নতি না হওয়া অবধি টেস্ট খেলতে চান না তিনি। জানিয়েছেন, তার ইনজুরি কতটা গুরুতর এর প্রমাণ আছে বোর্ডের কাছে।

বুধবার দুর্দান্ত ঢাকার সঙ্গে সিলেট স্ট্রাইকার্স ম্যাচের পর এই পেসার বলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে।’

বোর্ডের কাছ থেকে কোনো উত্তর পেয়েছেন কি না প্রশ্নে তাসকিন বলেন, ‘বলছে বিপিএলের পর কোচ আসলে সবাই মিলে বসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here