আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭ জুন মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। চলতি আসরেও নবম অবস্থানে আছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দলগুলোর জন্য প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ৯টি দল মোট ৩৮ লাখ মার্কিন ডলার ( ৪০ কোটি ৭৩ লাখ টাকা) পাবে।
বাকি ১৪ লাখ ডলারের সাড়ে চার লাখ পাবে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা, চারে থাকা ইংল্যান্ড সাড়ে তিন লাখ। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে ২ লাখ মার্কিন ডলার।
নবম স্থানে থাকা বাংলাদেশ পাবে ১ লাখ মার্কিন ডলার (১ কোটি ৮ লাখ টাকা)।