টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াড দিল দক্ষিণ আফ্রিকা

0

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে মুখোমুখি হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা দল তাদের স্কোয়াড ঘোষণা করেছে। অধিনায়কত্ব করবেন টেম্বা বাভুমা, আর দলের পেস আক্রমণ সামলাবেন কাগিসো রাবাদা, যিনি সম্প্রতি ডোপ টেস্টে ব্যর্থ হয়ে এক মাসের নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন।

রাবাদা ছাড়াও স্কোয়াডে আছেন লুঙ্গি এনগিদি, ডেন প্যাটারসন, মার্কো ইয়ানসেন, করবিন বশ ও উইয়ান মুলডার, যাদের নিয়ে গড়া হয়েছে ছয় পেসারের শক্তিশালী লাইনআপ।

চোট ও অন্যান্য কারণে বাদ পড়েছেন আনরিখ নোরকিয়া, জেরাল্ড কোটজি, নান্দ্রে বার্গার ও কুয়েনা মাফাকা। স্কোয়াডে স্পিনার হিসেবে আছেন কেশব মহারাজ ও অলরাউন্ডার সেনুরান মুথুসামি।

ব্যাটিং বিভাগে অভিজ্ঞ এইডেন মার্করাম ওপেন করতে পারেন টনি ডি জর্জি বা রায়ান রিকেলটনের সঙ্গে। তিনে থাকতে পারেন ট্রিস্টান স্টাবস, আর চার নম্বরে থাকবেন অধিনায়ক বাভুমা। চোট কাটিয়ে ফেরা ডেভিড বেডিংহ্যামের জায়গা নিয়ে রয়েছে প্রশ্ন। উইকেটরক্ষক হিসেবে থাকছেন কাইল ভেরেইনে।

দলটি ৩১ মে ইংল্যান্ডে যাবে। এর আগে আইপিএলের শেষপর্যন্ত খেলা কতজন অস্ট্রেলীয় খেলোয়াড় অংশ নেবেন, তা এখনো নিশ্চিত নয়। আইপিএলের জন্য ক্রিকেটারদের দেওয়া এনওসি ২৫ মে পর্যন্ত কার্যকর। ৩ জুন জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বোশ, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ওয়া্ন মুলদার, সেনুরান মুতুসামি, লুঙ্গি এনগিদি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, ত্রিস্তান স্টিলেব এবং কাইল ভেরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here