টেস্টে স্মিথের অন্যরকম ‘ডাবল সেঞ্চুরি’

0

কয়েক দিন আগেই অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। এবার নতুন একটি রেকর্ডে নাম লেখালেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ ক্যাচ নেওয়ার কীর্তি গড়লেন স্মিথ। এর আগে ১৯৬ ক্যাচ নিয়ে এতদিন শীর্ষে ছিলেন রিকি পন্টিং।

কিপিং পজিশনের বাইরে টেস্টে স্মিথের চেয়ে বেশি ক্যাচ ধরেছেন মাত্র তিনজন। এদের মধ্যে এখনো খেলছেন শুধু জো রুট। সমান ৩৬টি টেস্ট সেঞ্চুরির দুই মালিক রুট ও স্মিথের মধ্যে লড়াইটা এখন ফিল্ডিংয়েও গড়াল।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে নন উইকেটকিপার হিসেবে ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন স্মিথ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে দুটি ক্যাচ তালুবন্দি করেছেন তিনি। প্রথমে কামিন্দু মেন্ডিসের ক্যাচ লুফে নেন স্মিথ। ১৩ রান করেই ফিরে যান এই ব্যাটার। এরপর প্রবাথ জয়াসুরিয়ার ক্যাচও তালুবন্দি করেন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here