পরপর দুই ওভার মিলে ১১ বলের মধ্যে ৩ উইকেট। যার প্রথমটিতে জাসপ্রিত বুমরাহ স্পর্শ করেন দারুণ এক মাইলফলক, টেস্টে ২০০ উইকেট। এতে ভারতীয় পেসার গড়েন অনন্য কীর্তি। ১৯৮ উইকেট নিয়ে মেলবোর্ন টেস্টে রবিবার (২৯ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বোলিং শুরু করেন বুমরাহ। স্যাম কনস্টাসকে বোল্ড করে মাইলফলকের পথে এগিয়ে যান তিনি। পরে ট্রাভিস হেডকে ফিরিয়ে পূর্ণ করেন ২০০ উইকেট।
টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে চার হাজারের কম রান দিয়ে ২০০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি। ২০০তম উইকেট নেওয়ার সময় পর্যন্ত ৩১ বছর বয়সী পেসার খরচ করেন ৩ হাজার ৯১২ রান। এই মাইলফলক ছোঁয়া ৮৫ জন বোলারের মধ্যে যা সবচেয়ে কম রান। এক্ষেত্রে আগের সবচেয়ে কম রান দেওয়ার নজির ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার জোয়েল গার্নারের (৪ হাজার ৬৭ রান)। ভারতীয়দের মধ্যে বুমরাহর আগে ছিলেন রাভিন্দ্রা জাদেজা (৪ হাজার ৮৪০ রান)।
২০০ উইকেট নিতে বুমরাহর লেগেছে ৮ হাজার ৪৮৪ বল। ভারতীয় বোলারদের মধ্যে যা দ্রুততম এবং বিশ্বে চতুর্থ দ্রুততম। সবচেয়ে কম ৭ হাজার ৭২৫ বল লেগেছিল পাকিস্তানের গ্রেট ওয়াকার ইউনিসের। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের লেগেছিল ৭ হাজার ৮৪৮ বল, কাগিসো রাবাদার ৮ হাজার ১৫৩ বল। ২০ এর নিচে বোলিং গড়ে ২০০ উইকেট নেওয়া প্রথম বোলারও বুমরাহ। ২০০তম উইকেট নেওয়ার সময় তার গড় ছিল ১৯.৫৬। ২০০ উইকেট নেওয়ার সময় গার্নারের গড় ছিল ২০.৩৪, শন পোলকের ২০.৩৯, ওয়াকারের ২০.৬০।
৪০ টেস্টে ২০.৫৭ গড়ে ১৭৩ উইকেট নিয়ে চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টের সিরিজ শুরু করেন বুমরাহ। প্রথম তিন টেস্টে তিনি নেন ২১ উইকেট। প্রতি টেস্টেই উন্নতি হয় তার বোলিং গড়ের। পার্থ টেস্ট শেষে গড় দাঁড়ায় ২০.০৬, অ্যাডিলেইড টেস্টের পর ১৯.৯৬, ব্রিজবেন টেস্টের পর ১৯.৫২। ১৯৪ উইকেট নিয়ে তিনি শুরু করেন মেলবোর্ন টেস্ট। প্রথম ইনিংসে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট।
৪৪ টেস্টে তার বোলিং গড় এখন ১৯.৫১। টেস্টে অন্তত ২০০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে যা সেরা। তালিকায় দুইয়ে আছেন ৮১ টেস্টে ২০.৯৪ গড়ে ৩৭৬ উইকেট নেওয়া ম্যালকম মার্শাল। গার্নার ক্যারিয়ার শেষ করেন ২০.৯৭ গড়ে ৫৮ টেস্টে ২৫৯ উইকেট নিয়ে। আরেক ক্যারিবিয়ান গ্রেট কার্টলি অ্যামব্রোস ২০.৯৯ গড়ে ৯৮ টেস্টে নেন ৪০৫ উইকেট। ৬৭ টেস্টে ৩০৭ উইকেট নেওয়া ফ্রেড ট্রুম্যানের গড় ২১.৫৭।