টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বিরল কীর্তি গড়লেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে শনিবার তিনি পূরণ করলেন ৪ হাজার রান ও ৩০০ উইকেটের ডাবল। টেস্ট ইতিহাসে মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে এই কীর্তিতে নাম লেখিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
ব্যাট-বল দুদিকে দীর্ঘসময় ধরে পারফর্ম করা ছাড়া এই অর্জন সম্ভব নয়। এ তালিকায় জাদেজার আগে স্থান পেয়েছেন মাত্র তিন ক্রিকেট কিংবদন্তি কপিল দেব, ইয়ান বোথাম ও ড্যানিয়েল ভেট্টোরি।
প্রথম এই মাইলফলক ছোঁয়া ক্রিকেটার কপিল দেব। ১৩১ টেস্টে ৫ হাজার ২৪৮ রান ও ৪৩৪ উইকেট নিয়ে তিনি ছিলেন ভারতের এক প্রকৃত ম্যাচউইনার অলরাউন্ডার। তার সাফল্যই ভারতীয় ক্রিকেটকে নতুন যুগের দিকে এগিয়ে নিয়ে যায়।
ইংল্যান্ডের ইয়ান বোথাম ছিলেন আক্রমণাত্মক ব্যাটিং ও সুইং বোলিংয়ের এক দুর্দান্ত মিশেল। ১০২ টেস্টে তার রান ৫ হাজার ২০০, উইকেট ৩৮৩টি। দ্রুত রান করে কিংবা হঠাৎ বোলিং ঝলকে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাকে কিংবদন্তিদের তালিকায় বিশেষ করে তোলে।
নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি তৈরি করেছিলেন এক শক্তিশালী অলরাউন্ড ক্যারিয়ার। ১১৩ টেস্টে ৪ হাজার ৫৩১ রান ও ৩৬২ উইকেট নিয়েছেন তিনি।
সেই তালিকায় নতুন নাম রবীন্দ্র জাদেজা। ৮৮ টেস্টে এখন পর্যন্ত তার ৪ হাজার ১৭ রান এবং উইকেট ৩৩৮টি। নির্ভুল লাইন-লেংথ, ধারাবাহিক বোলিং, সঙ্গে উন্নত ব্যাটিং; সব মিলিয়ে ভারতীয় টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য পারফর্মার তিনি।

