টেসলাকে ছাড়িয়ে যেভাবে বৈদ্যুতিক গাড়ির বিশ্ববাজার দখল করছে চীনা কোম্পানি ‘বিওয়াইডি’

0

মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সাথে চোখে চোখ রেখে লড়ছে চীনা কোম্পানি বিওয়াইডি। বৈশ্বিকভাবে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে শীর্ষে উঠে চীনা কোম্পানিটি। 

গত ৩১ ডিসেম্বরের হিসেবে বছরের শেষ চতুর্থাংশে প্রথমবারের মতো বিওয়াইডি টেসলার তুলনায় বেশি গাড়ি বিক্রি করেছে।

বর্তমানে সেই কোম্পানিটিই চীনের শীর্ষ বৈদ্যুতিক গাড়ির নির্মাতা। তারা ট্যাক্সি, বাস ও অন্যান্য যানবাহন ইউরোপ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে রফতানি করে। 

ইসরায়েল ও থাইল্যান্ড বিওয়াইডির সবচেয়ে বড় বাজার। টেসলার চেয়ে বিওয়াইডি তুলনামূল কম দামে গাড়ি বিক্রি করে থাকে। চীনে বিওয়াইডির ১০ হাজার মার্কিন ডলার মূল্যের গাড়িও রয়েছে। অন্যদিকে টেসলার সবচেয়ে কম দামের গাড়ির মূল্যও ৩২ হাজার মার্কিন ডলার।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here