টেন্ডুলকারের শতরানের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার

0

শচীন টেন্ডুলকরের শতরানের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে শচীনকে টপকালেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে সব থেকে বেশি শতরান হল ওয়ার্নারের। এতদিন এই রেকর্ড ছিল শচীনের দখলে।

ওপেনার হিসেবে শচীন ৪৫টি শতরান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ৪৬তম শতরান করলেন ওয়ার্নার। টেস্টে ২৫, একদিনের ম্যাচে ২০ ও টি-টোয়েন্টিতে একটি শতরান রয়েছে তার (শচীনের সব মিলিয়ে ১০০টি শতরান রয়েছে। টেস্টে তিনি চার নম্বরে খেলতেন। তাই টেস্টে শতরান এই তালিকায় নেই)।

উল্লেখ্য, জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ১২৩ রানের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে ২-০ তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here