যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি বাস স্টপে কয়েকজন মানুষকে একটি গাড়ি ধাক্কা দেওয়ার ঘটনায় সাত জন নিহত হয়েছে। ব্রাউনসভিলের নিকটবর্তী একটি অভিবাসী কেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে।
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে ব্রাউনসভিলে শহরে মেক্সিকো সীমান্ত ঘেঁষা স্থান থেকে এই দুর্ঘটনার খবর আসে। এতে আহত হয়েছে আরও ছয়জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, ওই গাড়ি চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে তারও মাদক ও অ্যালকোহল পরীক্ষা করা হবে।
সূত্র: বিবিসি