কক্সবাজারের টেকনাফ থেকে অপহরণের ৬ দিন পর অপহৃত ৩ জন রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ ও মানবপাচারকারির ৯ জন সদস্যকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
উদ্ধারকৃত রোহিঙ্গা কিশোররা হলেন- উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৩ এর সোনা মিয়ার ছেলে মোহাম্মদ হাসান (১৪), মোহাম্মদ তাহেরের ছেলে আনিসুর রহমান (১৩) ও আব্দুল আমিনের ছেলে নুর আলম (১৫)।
শুক্রবার (৭ জুলাই) ভোরে টেকনাফের সদর ইউনিয়নের লম্বরি নামক একটি দুর্গম স্থান থেকে তাদেরকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (অপস্ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ
তিনি জানান, রবিবার (২ জুলাই) বেলা অনুমান ১১টার দিকে একটি অপরাধী চক্র টেকনাফে সুপারি পাড়া ও গাড়িতে তোলা কাজের প্রলোভন দেখিয়ে ক্যাম্প-১৩ এর ৩ জন ভিকটিমকে অবৈধভাবে আটকে রেখে তাদের অভিভাবকদের নিকট মোটা অংকের টাকা দাবি করতে থাকে। এমন সংবাদ পাওয়ার পর ৮ এপিবিএন টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফে অভিযান পরিচালনা করে অপহৃত ৩ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। একইসাথে উখিয়া থানাধীন কুতুপালং এবং টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরি এলাকার বিভিন্ন দুর্গম স্থানে অভিযান চালিয়ে এই অপহরণ চক্রের ৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, এ চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা হতে সুপারির কাজ/ অন্য কোন কাজের প্রলোভনে টেকনাফ এলাকায় বিশেষ করে দক্ষিণ লম্বরি এলাকায় সুপারি বাগানের ভিতরে নির্জন স্থানে বিশেষ কৌশলে আটক রাখে। অতঃপর ভিকটিমদের চোরা পথে নৌকাযোগে মিয়ানমারের শামিলা এলাকায় প্রেরণ করে সেখানে আটক রেখে তাদের অভিভাবকদের নিকট সুকৌশলে বড় অংকের টাকা আদায় করে মুক্তি দেয়। গ্রেফতারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও বিস্তৃত তদন্তের মাধ্যমে অপহৃত অন্যান্য ভিকটিমদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।