টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

0

টেকনাফে কোস্ট গার্ড ও পুলিশের পৃথক অভিযানে মা-ছেলে ও ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় অর্ধ লক্ষাধিক ইয়াবা জব্দ করা হয়েছে। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল দিবাগত রাতে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট শাহপরী এবং র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের সমন্বয়ে শাহপরীর দ্বীপ ঘোলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চলাকালীন সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামানোর জন্য সংকেত দেয়। অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড ঘন্টাব্যাপি বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করে। পরে আটক বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভিতর একটি বস্তায় বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭),  আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহকে  (২২) গ্রেফতার করা হয়। 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ১০ এপ্রিল ভোরে এএসআই  মোঃ আদম আলী এবং সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় হ্নীলা উলুচামরী হতে আসা একটি সিএনজিকে দরগাহ ষ্টেশনের রাস্তার মাথায় তল্লাশী করে ১ হাজার ৫০পিস ইয়াবাসহ হোয়াইক্যং ইউপির নয়াপাড়ার ফারুকের বাড়ির সোলতান ইসলাম ওরফে আজগর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) এবং ছেলে ওমর ফারুককে (১৯) গ্রেফতার করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here